Sobre la falda স্কার্টের ওপরে / Gustavo Adolfo Bécquer গুস্তাভো আদোল্ফো বেকের ( স্পেন)


স্কার্টের ওপরে

খোলা বইটি;

আমার গালে খেলা করত

তার কালো কোঁকড়া কেশরাশি।

অক্ষরদের দেখতাম না আমি

একটিও না ভাবি ;

আরো আগলে রাখতাম আমরা

অন্তরের চুপকথাগুলি।

কতখানি কঠিন, ততটাও নয়

জানতে পারতাম যতখানি ।

শুধু জানি শোনেই নি সে

একটি শ্বাসের বাড়তি,

দ্রুতপায়ে চলে যেত সে

থেকে শুকনো ঠোঁটখানি।

শুধু জানি আমরা ফিরছি

একই সময়ে দুজনই।

আর আমাদের চোখদুটি খুঁজেছিল

শুনেছিল বাদ্যযন্ত্রটি।

_________ _______________________________

bengali@pratilipi.com
080 41710149
সোশাল মিডিয়াতে আমাদের ফলো করুন
     

আমাদের সম্পর্কে
আমাদের সাথে কাজ করুন
গোপনীয়তা নীতি
পরিষেবার শর্ত
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.